যশোরে প্রবাসীসহ দুই খুন
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
যশোরে পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছে। নিহতরা হলো- মেহের আলী (৪৫) ও জাহাঙ্গীর আলম মিঠু(৩৩) । মেহের আলীকে গুলি করে এবং জাহাঙ্গীর আলাম মিঠুকে ছুরিকাহত করে হত্যা করা হয়।
শুক্রবার (৯ আগস্ট) রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি পশ্চিম পাড়া বাদিয়া টোলা গ্রামে মেহের আলীকে গুলি করে ও বাহাদুরপুর জাহাঙ্গীর আলম মিঠুকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে। নিহতেদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ভাই আবু আব্দুল্লা জানায়, মেহের আলী কুয়েতে থাকতেন। গত ২৬ জুলাই তিনি দেশে ফেরেন। কুয়েতে যাওয়ার আগে মেহের আলী বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন । স্থানীয় আওয়ামীলীগের নেতাদের সাথে তার দ্বন্দ ছিলো। রাজনৈনিক দ্বন্দ্বের কারনে ভাইকে গুলি করলো দূর্বৃত্তরা।
শনিবার ভোর ৬টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী মিঠুর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। নিহত মিঠু টাইলস মিস্ত্রীর কাজ করতেন।
যশোর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার রেজয়ন উদ দারাইন বলেন, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ মেহের আলী ও ধারলো অস্ত্রে ক্ষত জাহাঙ্গীর আলম মিঠুর মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, হত্যাকান্ডের কারণ ও খুনীদের সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।