দেশে ফিরলেন ড. ইউনূস
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। প্যারিসে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বুধবার (৭ আগস্ট) প্যারিস থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি।
এরমধ্যে বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আরও রয়েছেন তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক আসিফ নজরুলসহ ড. ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মসহ ছাড়াও তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা।
নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে স্বাগত জানাতে বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরাও বিমানবন্দরে রয়েছেন। একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে তারা ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
আন্দোলনের মুখে ৫ আগস্ট (সোমবার) দুপুর আড়াইটার দিকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। তারপর সেনাবাহিনী প্রধান দায়িত্ব নিয়ে রাষ্ট্রপতিসহ সব দলের প্রতিনিধিদের সাথে আলোচনার পর দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে ৩ বাহিনীর প্রধান এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নেয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের। রাত ৮টার দিকে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।