অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূস
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে। ছাত্রদের সেই প্রস্তাবে রাজিও হন তিনি।
উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার গণভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সাথে ছিলেন ছোট বোন রেহানাও।
এরপরই দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিয়ে সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।