একে একে গ্রেপ্তার সাবেক মন্ত্রীরা
- সংবাদ প্রকাশের সময় : ১১:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
গণ আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছাড়নে শেখ হাসিনা। এখন তিনি ভারতে রয়েছেন। ভারতের দিল্লিতে যাওয়ার সময় আটক হয়েছেন সদ্য সাবেক তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনেইদ আহমেদ পলক। দেশ ছাড়ার আগেই গ্রেপ্তার হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এদিকে, বড় বদল করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীতে। শীর্ষস্থানীয় পদ থেকে সরানো হচ্ছে হাসিনা ঘনিষ্ঠদের।
জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্য ন্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল।
লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে, শেখ হাসিনা ছেড়ে চলে যাওয়ার পর থেকে খোঁজ মিলছে না আওয়ামী লীগের বহু নেতা-মন্ত্রীর। অনেকে লুকিয়ে রয়েছেন বলে খবর। আবার অনেক এমপি ও সাবেক মন্ত্রীরা বিভিন্ন দেশে পালিয়ে গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে আটক করা হয় পলককে। তার সাথে আরও দুই সঙ্গী ছিলেন। হেফাজতে নেয়া হয় তাদের। এরপর বিকালের দিকে বিমানবন্দর থেক গ্রেপ্তার করা হয় হাসান মাহমুদকে। পালানোর সময় ঢাকা থেকে আটক করা হয় ছাত্রলীগের দুই নেতাকে।
এরমধ্যে রাজনৈতিক মহলের প্রশ্ন উঠছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের কোথায়। জানা গেছে, শেখ হাসিনার একদিন আগেই দেশ ছাড়েন কাদের। শনিবার বিকেল থেকে নাকি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন।