সংবাদ শিরোনাম ::
পুলিশকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলো জনতা
হবিগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচং থানার এস আই সন্তোষ চৌধুরীকে মেরে গাছে ঝুলিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে বিক্ষুব্ধ জনতা তাকে পিঠিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৫ আগস্ট) সকালে মিছিল বের করে ছাত্র জনতা। এ সময় মিছিলটি বানিয়াচং থানার কাছে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের উপর গুলি চালায়। এতে শিশুসহ ৬ জন মারা যায়। এ অবস্থায় হাজার হাজার গ্রামবাসী থানায় ঘেরাও করে আগুন লাগিয়ে দেয়। এতে আটকা পড়ে প্রায় ৩৫ পুলিশ। রাতে হবিগঞ্জ থেকে সেনাবাহিনী গিয়ে পুলিশকে উদ্ধার করে।
সুযোগে ক্ষিুদ্ধ জনতা এসআই সন্তোষকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত তার মরদেহ রাস্তায় পড়ে থাকে। এ সময় জনতা তার উপর লাথি ও থুথু মেরে ধিক্কার জানায়। জনতা তার মরদেহ রাস্তা থেকে তুলে নিয়ে গাছে ঝুলিয়ে রাখে। নিহত সন্তোষের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।