ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলের চরাঞ্চলে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা ও ফ্রি মেডিকেল ক্যাম্প  টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খানকে বিদায় সংবর্ধনা সংসদের মেয়াদ চার বছর, দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয় চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা টাঙ্গাইলে লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু তাবলীগ জামাতের চলমান সঙ্কট নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত বাগেরহাটে দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান রামপালে প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

যশোরে ভাংচুর -আগুন, দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরই যশোরে হাজার হাজার ছাত্রজনতা রাস্তায় নেমে বিজয় উল্লাশ ও মিছিল করে। শহরের প্রধান প্রধান সড়কগুলো লোকারণ্য হয়ে ওঠে। উল্লাসরত জনতার একটি অংশ শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল, শেখ রাসেলের ভাস্কর্য ভাংচুর করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের মালিকানাধীন পাঁচতারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল, তার বাড়ি ও প্রেসে আগুন ধরিয়ে দেয়। হোটেল জাবির ইন্টারন্যাশনাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হোটেলটিতে আরও মরদেহ থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। তবে আগুন না নেভায় উদ্ধার কার্যক্রম চালানো যাচ্ছে না। আগুন দেওয়া হয়েছে যশোর সদর উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বাড়িতেও। শহরের চাচড়া এলাকায় নাভারণ প্রিন্টিং প্রেসও ভাংচুর করা হয়। এই প্রেসটির মালিক যশোর-১ (শার্শা উপজেলা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মদ চৌধুরীর বাড়িতে হামলা হয়েছে

এছাড়া মণিরামপুর, কেশবপুর, বাঘারপাড়াসহ প্রায় সব উপজেলাতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এদিকে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ সাংবাদিকদের বলেন, হামলা, ভাংচুর, আগুন দেওয়ার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এসব কাজ না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোরে ভাংচুর -আগুন, দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরই যশোরে হাজার হাজার ছাত্রজনতা রাস্তায় নেমে বিজয় উল্লাশ ও মিছিল করে। শহরের প্রধান প্রধান সড়কগুলো লোকারণ্য হয়ে ওঠে। উল্লাসরত জনতার একটি অংশ শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল, শেখ রাসেলের ভাস্কর্য ভাংচুর করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের মালিকানাধীন পাঁচতারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল, তার বাড়ি ও প্রেসে আগুন ধরিয়ে দেয়। হোটেল জাবির ইন্টারন্যাশনাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হোটেলটিতে আরও মরদেহ থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। তবে আগুন না নেভায় উদ্ধার কার্যক্রম চালানো যাচ্ছে না। আগুন দেওয়া হয়েছে যশোর সদর উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বাড়িতেও। শহরের চাচড়া এলাকায় নাভারণ প্রিন্টিং প্রেসও ভাংচুর করা হয়। এই প্রেসটির মালিক যশোর-১ (শার্শা উপজেলা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মদ চৌধুরীর বাড়িতে হামলা হয়েছে

এছাড়া মণিরামপুর, কেশবপুর, বাঘারপাড়াসহ প্রায় সব উপজেলাতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এদিকে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ সাংবাদিকদের বলেন, হামলা, ভাংচুর, আগুন দেওয়ার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এসব কাজ না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। #