জয়পুরহাটে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের গণমিছিল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে জয়পুরহাটে বৃষ্টি ও পুলিশের বাঁধা উপেক্ষা করে গণমিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পুলিশ এক শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের তোপে পড়ে ওই শিক্ষার্থীকে পুলিশ ছেড়ে দিলে আন্দোলনকারী সড়ক অবরোধ তুলে নেয়।
শনিবার (৩ আগস্ট) পুর্ব ঘোষিত অনুযায়ী জয়পুরহাটে শিক্ষার্থীরা শহরের রামদেও সরকারি বাজলা স্কুলের সামনে সমবেত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই সেখানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। ধীরে ধীরে শিক্ষার্থীরা সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়নি। বেলা ১১ টার দিকে শহরের আমতলী এলাকা থেকে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিবকে আটক করে থানায় নিয়ে যায়।
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, মিছিলের পুর্ব মুহুর্তে একজনকে আটক করা হয়েছিল। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আটক শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে।