ইফার রিপন মাহমুদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগের কদমতলী জোনের ফিল্ড সুপারভাইজার রিপন মাহমুদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে শূন্যপদে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অনিয়মের মাধ্যমে অর্জিত টাকায় ঢাকার মাতুয়াইলে তার দৃষ্টিনন্দন বাড়িসহ ৬টি ফ্লাটের মালিক রিপন মাহমুদ। এছাড়াও রয়েছে নামে-বেনামে ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রাখার অভিযোগ উঠেছে।
জানা যায়, রিপন মাহমুদকে উৎকোচ না দেওয়ায় গত এক বছরে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। এভাবে মাতুয়াইল জোনের ৮২টি কেন্দ্রের শিক্ষকদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষকরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, ঢাকা বিভাগীয় কদমতলী জোনের রিপন মাহমুদ যোগদানের পর থেকে বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম দানা বাঁধতে থাকে। প্রতিটি কেন্দ্রের শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে থাকেন।
ভুক্তভোগি শিক্ষকরা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রিপন মাহমুদকে টাকা দিলেই চাকরি থাকে, না দিলে চাকরিচ্যুত করা হয়।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ করা হয়নি।