চার শিশুর মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে রিট
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বাসার ছাদে গুলিতে রিয়া গোপসহ ৪ শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) জ্যেষ্ঠ আইনজীবী তৈমুর আলম খন্দকার সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
রিটে উল্লেখ করা হয়েছে, আন্দোলন চলাকালীন চলতি মাসের ১৯ জুলাই নারায়ণগঞ্জে ৬ বছরের রিয়া গোপ, মিরপুরে ১১ বছরের সাফফাত সামির, রায়েরবাগে ৪ বছরের আবুল আহাদ ও উত্তরায় ১৫ বছরের নাইমা সুলতানা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসব শিশু নিজ বাসায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
চার শিশুর মৃত্যুর রহস্য অনুসন্ধানে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন এবং প্রত্যেক শিশুর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়।
এর আগে, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা সংস্কার আন্দোলনের ৬সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ বুধবার (৩১ জুলাই) হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
জানা গেছে, বুধবার (৩১ জুলাই) সকালে বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে প্রধান বিচারপতির কাছ থেকে ছুটি নেন। যে কারণে আজ শুনানি হচ্ছে না।