‘কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে’
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি-জামায়াত ও যারা দেশে জঙ্গির উত্থান করতে চায়, তারা ধ্বংসলীলা চালিয়েছে।
শনিবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের বয়স ৩০ বছর পার হয়ে গেছে। ৩০ বছরের নিচে এখন আর কেউ নাই। কাজেই মুক্তিযোদ্ধা কোটাও আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না, এটাও মেধায় চলে গেছে। মানে এখন মেধায় ৯৮ শতাংশ।
তিনি আরও বলেন, কোটা ইস্যুতে গত কয়েকদিনের ধ্বংসের লীলাখেলায় প্রমাণ হয়েছে যারা স্বাধীনতা চায়নি, জঙ্গি ও সন্ত্রাসের উত্থান ঘটাতে চেয়েছিলো। তাদের হাতের ক্রীড়নক (পুতুল) হয়ে গিয়েছে। দুইজন সাংবাদিক নিহত হয়েছেন। এক নারী সাংবাদিককে নাজেহাল করা হয়েছে।
মন্ত্রী বলেন, র্যাব, পুলিশ, বিজিবি একত্র হয়ে যখন পারছিল না, তখন প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেনাবাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য তাদের সহযোগিতা চেয়েছি। সেনাবাহিনী কাজ করছে, শীঘ্রই আমরা এই অবস্থান থেকে পরিত্রান পাবো।