কোটা সংস্কার আন্দোলন
বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনা তদন্তে কমিটি
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির চলমান আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সায়েকুজ্জামান ফারুকীকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এছাড়া মঙ্গলবারের (১৬ জুলাই) সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেন তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) বিভুতি ভূষণ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে জানাজা শেষে নিহত আবু সাঈদের দাফন সম্পন্ন হয়। অন্যদিকে, আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশকে দায়ী করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।