সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা নিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে। শিক্ষার্থীরা আদালত থেকে তাদের ন্যায় বিচার পাবে।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এ অবস্থায় রাস্তায় আন্দোলন করে দুষ্কতকারীদের সুযোগ করে দেবেন না।