ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জরুরি বৈঠকে সিদ্ধান্ত

ঢাবির হলে থাকতে পারবে না বহিরাগতরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সোমবার (১৫ জুলাই) রাতে সব প্রভোস্টরা হলে অবস্থান করবে। এছাড়া হলে বহিরাগত কাউকে থাকতে দেওয়া হবে না।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে উপাচার্যের নিজ বাসভবনে এক জরুরী বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল মূহের প্রাধ্যক্ষ।।

এর আগে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেতে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে রয়েছে- শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না, কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো পাশাপাশি সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

কেউ যদি নাশতকতামূলক কাজে জড়িত হয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জরুরি বৈঠকে সিদ্ধান্ত

ঢাবির হলে থাকতে পারবে না বহিরাগতরা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সোমবার (১৫ জুলাই) রাতে সব প্রভোস্টরা হলে অবস্থান করবে। এছাড়া হলে বহিরাগত কাউকে থাকতে দেওয়া হবে না।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে উপাচার্যের নিজ বাসভবনে এক জরুরী বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল মূহের প্রাধ্যক্ষ।।

এর আগে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেতে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে রয়েছে- শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না, কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো পাশাপাশি সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

কেউ যদি নাশতকতামূলক কাজে জড়িত হয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়।