আসল ডিবি পুলিশের হাতে নকল ডিবি আটক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
যশোরে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অকিটকিসেট, চার জোড়া হ্যান্ডকাপ, ১২টি শটগানের বিস্ফোরক কার্টুজ, একটি লেটবল কার্টুজ, ৫টি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল, দুটি বোঝালে, একটি হাসুয়া ও একটি ছুরি।
আটকৃতের নাম-দুর্জয় বাবু ঘোষ (২২)। শুক্রবার (১২ জুলাই) তাকে অঅটক করা হয়।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান, শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া শ্রীধরপুর রোডে দুর্জয়ের বাসর ঘর থেকে উদ্ধার করা হয়। শনিবার (১৩ জুলাই) ডিবি পুলিশের ( পরিদর্শক) শহিদুল ইসলাম হাওলাদার ডিবি কার্যালয় একপ্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
শহিদুল ইসলাম হাওলাদার বলেন, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের কাছে গোপন তথ্য ছিলো, দুর্জয় বাবু ঘোষ নিজেকে বহা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় আর্থিক সুবিধা নিয়ে নিচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়াকিটকি সেট,সট গানের গুলি হেন্ডকাপ সহ ওই দেশীয়ও অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার রুজু হয়েছে।
তিনি বলেন, তাকে রিমান্ডে নিয়ে জিঞ্জাসাবাদ করা হবে।