২০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে পিকআপ ভ্যানে পরিবহনের সময় ২০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পিকআপ ড্রাইভার মোঃ মমিন মিয়া (২৯) ও পিকআপের হেলপার রাকিব ইসলাম (২০)।
জানা যায়, জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেনের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটিকালে মো. মমিন মিয়া (২৯) ও মোঃ রাকিব ইসলাম (২০) গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ পিকআপ জব্দ করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।