কোটা বাতিলের দাবিতে যশোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে যশোরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা।
আজ দুপুর ১২টার দিকে তারা প্রথমে শহরের পালবাড়ী ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় ওই এলাকাসহ শহরে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।
প্রেসক্লাবের সামনে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন কোটাবিরোধী আন্দোলনের সংগঠক রাশেদ খান, আকিব ইবনে সাঈদ, সাব্বির আহমেদ, সরকার মাহী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আমরা সব ধরনের কোটা বাতিলের পক্ষে নই। সমাজে সুবিধাবঞ্চিতদের কোটা থাকবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম কোনোভাবেই কোটার অন্তর্ভুক্ত হতে পারে না। কোটা বিষয়ে হাইকোর্টের রায় যতদিন না বাতিল হবে, ততদিন আন্দোলন চলবে বলে তারা জানান।