সেন্টমার্টিন পালিয়ে এলো ৩১ রোহিঙ্গা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
মিয়ানমারের অব্যন্তরীন সংঘাত আবারও বেড়েছে। দেশটির রাখাইন রাজ্যের মংডুতে নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধের তীব্রতা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে শুক্রবার (৫ জুলাই) ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে এরমধ্যে রয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও ৩১ রোহিঙ্গা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, কয়েকদিন থেকে মংডুর সংঘর্ষে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এরমধ্যে ভারী বৃষ্টিও হচ্ছে। এ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে শুক্রবার (৫ জুলাই) ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে।
টেকনাফ ইউএনও আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিনে ৩৩ জন রোহিঙ্গা আসার কথা শুনেছি। বিজিবির সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি ও কোস্ট গার্ড।