বিশ্বসেরার তালিকায় বাংলাদেশের ৫ বিশ্ববিদ্যালয়
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
বিশ্বসেরার তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের সরকারি ৫টি বিশ্ববিদ্যালয়। ‘ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট’-এর ২০২৪-২৫ বছরের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে উঠে এই তথ্য এসেছে।
তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের সেরা ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার ওপরে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরের ৪টি – রাজশাহী, বুয়েট, জাহাঙ্গীরনগর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
চলতি বছরের ২৫ জুন ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট নিজেদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থান ৫৬০ তম। আর এশিয়ার মধ্যে ১৪৬। রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০৭৬ এবং এশিয়ায় এর অবস্থান ৩৪২। বৈশ্বিক তালিকায় বুয়েটের ১৩৯৬ তম অবস্থানে এবং এশিয়ায় ৪৮৮।
১৪১৪ অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং এশিয়াঢ ৫০০। ১৭৭৫ তম অবস্থান রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং এশিয়ায় ৬৮৯।
এ বছর বিশ্বের ১০০টি দেশের ২ হাজার ২৫০টি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। আর গত বছর এ তালিকায় স্থান পেয়েছিলো ৯০ দেশের দুই হাজার বিশ্ববিদ্যালয়।
সেরা বিশ্ববিদ্যালয়ে তালিকা নিয়ে কাজ করা অন্য সংস্থাগুলোর সাথে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট র্যাঙ্কিংয়ের পার্থক্য রয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনায় নেওয়া হয়।
ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট ১৩টি মানদণ্ডের আলোকে র্যাঙ্কিং তৈরি করে। তবে মূলত গবেষণা ও প্রকাশনার নৈপুণ্যকে প্রধান উপজীব্য হিসেবে বিবেচনায় নেওয়া হয়।