ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে সাব রেজিস্ট্রি অফিসে চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ জুন) এই চিঠি দেয়া হয়েছে।

এর আগে, দু’দকের আবদনের পরিপ্রেক্ষিতে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী কলেজশিক্ষক লায়লা কানিজ এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

কোরবানির ঈদে সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকার ছাগল কিনে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। শুরুতে ইফাত ছেলে নয় অস্বীকার করেন মতিউর রহমান।

মতিউর রহমান সংবাদমাধ্যমকে বলেছিলেন, ইফাত নামে আমার কোন ছেলে নেই। এমনকি আত্মীয়ও নয়। একটি গোষ্ঠী অপপ্রচার করছে।

এসব ঘটনার পর মতিউর রহমানকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে প্রত্যাহার করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। একই সাথে তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়।

এর আগে ২৪ জুন মতিউর রহমান, তার স্ত্রী কলেজশিক্ষক লায়লা কানিজ এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধে বিদেশে গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন মহানগর দায়রা জজ। মতিউর রহমানের স্ত্রী বর্তমানে রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান । এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। আর মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিভলী। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে সাব রেজিস্ট্রি অফিসে চিঠি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ জুন) এই চিঠি দেয়া হয়েছে।

এর আগে, দু’দকের আবদনের পরিপ্রেক্ষিতে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী কলেজশিক্ষক লায়লা কানিজ এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

কোরবানির ঈদে সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকার ছাগল কিনে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। শুরুতে ইফাত ছেলে নয় অস্বীকার করেন মতিউর রহমান।

মতিউর রহমান সংবাদমাধ্যমকে বলেছিলেন, ইফাত নামে আমার কোন ছেলে নেই। এমনকি আত্মীয়ও নয়। একটি গোষ্ঠী অপপ্রচার করছে।

এসব ঘটনার পর মতিউর রহমানকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে প্রত্যাহার করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। একই সাথে তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়।

এর আগে ২৪ জুন মতিউর রহমান, তার স্ত্রী কলেজশিক্ষক লায়লা কানিজ এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধে বিদেশে গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন মহানগর দায়রা জজ। মতিউর রহমানের স্ত্রী বর্তমানে রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান । এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। আর মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিভলী। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবাস করছেন।