ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হত্যার হুমকি, যা জানালেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যারিস্টার সুমন বলেছেন, আমাকে হত্যার হুমকির কথা আমি জেনেছি আমি আমার এলাকার ওসির মাধ্যমে। এরপর শেরেবাংলা নগর থানায় জিডি করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একজন এমপি, আমাকে কেন জিডি করতে হলো? যেহেতু পুলিশই বিষয়টি আমাত আগে জেনেছে। তাহলে কেনো পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে পদক্ষেপ নিলেন না? তদন্ত করলেন না? যেখানে আমার জীবনের ঝুঁকি রয়েছে।

তিনি আরো বলেন, আমার জীবনের নিরাপত্তা এখন আমার নিজেকেই দিতে হচ্ছে। আমি এটাই বুঝলাম না যে, এ রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না? আমার মনে হচ্ছে পুলিশ একটি অপমৃত্যুর মামলা লেখার জন্য বসে রয়েছে। সাক্ষী দেওয়ার জন্য বসে রয়েছে। তবে বর্তমান পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাথে আমার কথা হয়েছে। তিনি ভালভাবে বিষয়টি দেখছেন বলেছেন।

শনিবার (২৯ জুন) রাতে শেরেবাংলা নগর থানায় জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারী মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’ তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন। আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।

সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। ২০১২ সালের ১৩ নভেম্বর এই পদ থেকে তিনি পদত্যাগ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন ব্যারিস্টার সুমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যার হুমকি, যা জানালেন ব্যারিস্টার সুমন

সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

ব্যারিস্টার সুমন বলেছেন, আমাকে হত্যার হুমকির কথা আমি জেনেছি আমি আমার এলাকার ওসির মাধ্যমে। এরপর শেরেবাংলা নগর থানায় জিডি করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একজন এমপি, আমাকে কেন জিডি করতে হলো? যেহেতু পুলিশই বিষয়টি আমাত আগে জেনেছে। তাহলে কেনো পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে পদক্ষেপ নিলেন না? তদন্ত করলেন না? যেখানে আমার জীবনের ঝুঁকি রয়েছে।

তিনি আরো বলেন, আমার জীবনের নিরাপত্তা এখন আমার নিজেকেই দিতে হচ্ছে। আমি এটাই বুঝলাম না যে, এ রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না? আমার মনে হচ্ছে পুলিশ একটি অপমৃত্যুর মামলা লেখার জন্য বসে রয়েছে। সাক্ষী দেওয়ার জন্য বসে রয়েছে। তবে বর্তমান পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাথে আমার কথা হয়েছে। তিনি ভালভাবে বিষয়টি দেখছেন বলেছেন।

শনিবার (২৯ জুন) রাতে শেরেবাংলা নগর থানায় জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারী মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’ তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন। আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।

সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। ২০১২ সালের ১৩ নভেম্বর এই পদ থেকে তিনি পদত্যাগ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন ব্যারিস্টার সুমন।