‘আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন করে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে। চেয়ারপারসনের মুক্তিসহ দাবি আদায়ে রাজপথে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে যেকোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তত থাকার হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সশয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু প্রতিবাদ সমাবেশে করে দাবি আদায় হবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দাবি আদায় করতে হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মার্চ বিএনপি প্রধান খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। এরপর থেকে কয়েক দফায় তার কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। এর পরের বছর ২০২১ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তার আপিল খারিজ করে দেওয়ার পর শাস্তি বাড়িয়ে ১০ বছর করে দেন।
এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার আরেকটি বিশেষ আদালত খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে। তখন তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।