জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় উদ্ধার করা হয় উগ্রবাদী ১০টি বই, ২৯টি লিফলেট, একটি ডায়েরি, দু’টি মাদরাসার পরিচয়পত্র, দু’টি এনআইডি, দু’টি মোবাইল ফোন ও চার হাজার ৫৯০ টাকা। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন :সাংবাদিক নিয়োগ দেবে বাংলা টাইমস
শুক্রবার (২৮ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজার র্যাব -১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলো- মো. জাকারিয়া মন্ডল (১৯), মো. নিয়ামত উল্লাহ (২১) ও মো. ওজায়ের (১৯)। র্যাবের দাবি তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জুন) রাতে চৌফলদন্ডি এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় এই তিনজনকে গ্রেফতার করা হয়।
বিঞ্জপ্তিতে আরও বলা হয়, ঈদের ছুটিতে মাদরাসা বন্ধ থাকায় গ্রেফতারকৃতরা বাড়িতে আসে। ছুটি শেষে পুনরায় মাদরাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু মাদরাসায় না গিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য কক্সবাজারে একত্র হয়েছিল। বৈঠকের সময়ে তাদের গ্রেফতার করা হয়।