সংবাদ শিরোনাম ::
দুর্বৃত্তের হাতে বৃদ্ধ খুন
আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে কায়সার নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। বুধবার (২৬ জুন) রাতে উপজেলার অন্তাহার গ্রামে দক্ষিণ পাড়া মসজিদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খুন হওয়া কায়সার আলী (৭২) উপজেলার অন্তাহার গ্রামের মৃত গরীবুল্লাহর ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বুধবার (২৬ জুন) রাতে আম কুড়ানোর জন্য বের হয়ে দুর্বৃত্তদের চিনতে পারায় খুন হতে পারে বলে এলাকা বাসীর ধারণা।
সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ এ বিষয়ে বলেন, খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মগেৃ পাঠানো হয়েছে। দুর্বৃত্তের হাতে খুন হতে পারে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে।