ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেয়া ডিগ্রি বাতিলের দাবি জানোনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের একাধিক সদস্য এই দাবি জানিয়েছেন। শর্ত শিথিল করে বেনজীরকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি দেয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন তারা।

বুধবার (২৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশনে সাকেব আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদঅধিবেশনের শুরুতেই ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন। পরে বক্তব্যে কয়েকজন সিনেট সদস্য ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান।

এরপর আলোচনা হয় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে। শর্ত শিথিল করে বেনজীরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবিএ প্রোগ্রামে ভর্তি ও ডিগ্রি নেয়ার সুযোগ দেয়ার সমালোচনা করেন সিনেট সদস্য এ বি এম ওবায়দুল ইসলাম, রঞ্জিত কুমার সাহা ও এম অহিদুজ্জামান।

এ সময় রঞ্জিত কুমার সাহা বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ডিবিএ ডিগ্রি দেয়ার অনুষ্ঠানে আমিও ছিলাম৷ তবে পর্দার আড়ালে যে এতো কিছু ছিলো তা আমি জানতাম না। শর্ত পূরণ না করা হলেও সাবেক পুলিশের এই কর্মকর্তা বেনজীর কীভাবে ভর্তি হলেন? নিয়ম শিথিল করে বিশেষ বিবেচনায় ভর্তির অনুমতি দেয়া হয়।’ তার ডিবিএ ডিগ্রি বাতিল করার জন্য উপাচার্যের কাছে অনুরোধ করেন তিনি।

ওবায়দুল ইসলাম বলেন, বেনজীর আহমেদের মতো একজন প্রভাবশালী ব্যক্তিকে ভর্তির জন্য শর্ত শিথিল করা হয়েছে। তার কাছে বিশ্ববিদ্যালয়ের কী দায়বদ্ধতা রয়েছে যে তার ভর্তির যোগ্যতা কমাতে হবে? আসলে এর পেছনে কী রহস্য, তা জানা দরকার। এ ধরনের অভিযোগে শিক্ষকদের চাকরি গেছে, শাস্তিও হয়েছে। তার ডিগ্রি বাতিল করার জন্য দাবি জানাচ্ছি। এ ধরনের লোকের ডিগ্রি বাতিল করার প্রস্তাব সিনেটে পাস হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি

সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেয়া ডিগ্রি বাতিলের দাবি জানোনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের একাধিক সদস্য এই দাবি জানিয়েছেন। শর্ত শিথিল করে বেনজীরকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি দেয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন তারা।

বুধবার (২৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশনে সাকেব আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদঅধিবেশনের শুরুতেই ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন। পরে বক্তব্যে কয়েকজন সিনেট সদস্য ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান।

এরপর আলোচনা হয় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে। শর্ত শিথিল করে বেনজীরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবিএ প্রোগ্রামে ভর্তি ও ডিগ্রি নেয়ার সুযোগ দেয়ার সমালোচনা করেন সিনেট সদস্য এ বি এম ওবায়দুল ইসলাম, রঞ্জিত কুমার সাহা ও এম অহিদুজ্জামান।

এ সময় রঞ্জিত কুমার সাহা বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ডিবিএ ডিগ্রি দেয়ার অনুষ্ঠানে আমিও ছিলাম৷ তবে পর্দার আড়ালে যে এতো কিছু ছিলো তা আমি জানতাম না। শর্ত পূরণ না করা হলেও সাবেক পুলিশের এই কর্মকর্তা বেনজীর কীভাবে ভর্তি হলেন? নিয়ম শিথিল করে বিশেষ বিবেচনায় ভর্তির অনুমতি দেয়া হয়।’ তার ডিবিএ ডিগ্রি বাতিল করার জন্য উপাচার্যের কাছে অনুরোধ করেন তিনি।

ওবায়দুল ইসলাম বলেন, বেনজীর আহমেদের মতো একজন প্রভাবশালী ব্যক্তিকে ভর্তির জন্য শর্ত শিথিল করা হয়েছে। তার কাছে বিশ্ববিদ্যালয়ের কী দায়বদ্ধতা রয়েছে যে তার ভর্তির যোগ্যতা কমাতে হবে? আসলে এর পেছনে কী রহস্য, তা জানা দরকার। এ ধরনের অভিযোগে শিক্ষকদের চাকরি গেছে, শাস্তিও হয়েছে। তার ডিগ্রি বাতিল করার জন্য দাবি জানাচ্ছি। এ ধরনের লোকের ডিগ্রি বাতিল করার প্রস্তাব সিনেটে পাস হোক।