ফুলবাড়ী পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৩৯ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩৬.৩০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে পৌরসভার হলরুমে মেয়র মাহমুদ আলম লিটন আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন।
নতুন অর্থ বছরের বাজেটে ৩৯ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকার মধ্যে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ৬ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৩৬টাকা। এছাড়া উন্নয়ন খাত থেকে আয় ৩৩ কোটি ৩০ লাখ টাকা নির্দ্ধারণ করা হয়েছে।
এ সময় মেয়র মাহমুদ আলম লিটন জানান, নতুন করারোপ ছাড়াই বাজেটে পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা , পানি ও বিদ্যুৎ লাইন, ইমারত নির্মাণ, পয়ঃনিষ্কাশন, পৌর পার্ক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ, চিকিৎসা, পৌর মার্কেটসহ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ বাজেট।
বাজেট অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ পারভেজ। পৌর মেয়র মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-পৌর প্যানের মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, পৌর কাউন্সিলর হারান দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন-পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,মো.আতাউর রহমান,সৈয়দ সামিউল ইসলাম সোহেল, মমতাজুর রহমান পারভেজ প্রমুখ।