ভূঞাপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
ভূঞাপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএম, (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। বুধবার (২৬ জুন) তিনি এই পরিদর্শনে আসেন।
এ সময় পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন সহকারি পুলিশ সুপার কালিহাতি সার্কেল মো. শরিফুল হক এবং অফিসার ইনচার্জ, ভূঞাপুর থান মোঃ আহসান উল্লাহ। পুলিশ সুপারকে ভূঞাপুর থানা প্রাঙ্গনে থানা পুলিশের একটি চৌকষ পুলিশ দল গার্ড অফ অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার ভূঞাপুর থানায় কর্মরত সব অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন ও তাদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার ভূঞাপুর থানার সব রেজিস্টারপত্র পর্যালোচনা ও করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন-সহকারি পুলিশ সুপার, কালিহাতি সার্কেল মোঃ শরিফুল হক, অফিসার ইনচার্জ, ভূঞাপুর থানা মোঃ আহসান উল্লাহ, অফিসারসহ থানায় কর্মরত সব অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।