‘শুধু আমলা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন। দুর্নীতি প্রশ্নে শুধু সরকারি কর্মকর্তাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদের নিজেদেরও আয়নায় মুখ দেখার পরামর্শ দেন মন্ত্রী।
বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
এ সময় কাদের বলেন, দুর্নীতি শুধু সরকারি কর্মকর্তারাই করে থাকে তা বলা যাবে না। দুর্নীতি সব খাতেই রয়েছে, তবে তা যেই করুক সরকার জিরো টলারেন্স অবস্থানেই থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপটেন মো. কামরুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানসহ অনেকে।