ট্রাক-সিএনজি সংঘর্ষে ভাই-বোন নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
পাবনায় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- প্রদীপ হালদার এবং শম্পা রানী। তারা সম্পর্কে ভাই-বোন। আহত অনুরাধা ধর (১২) জানায়, নিহতরা তার মাশি ও মামা। পাবনার ভেড়ায় তার নানা বাড়ি। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিলিমপুর গ্রামে। তারা নানা বাড়িতে বেড়াতে এসে মামার জন্য পাত্রী দেখতে পাবনা শহরে আসতেছিল।
পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, সিএনজি চালিত অটোরিকশাটি বেড়া থেকে পাবনা যাচ্ছিলো। পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ৭ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।