৭৩ কেজি গাঁজাসহ তিন নারী ও এক যুবক আটক
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও র্যাবের আলাদা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন নারী ও এক যুবককে আটক করা করেছে। বুধবার (২৬ ও মঙ্গলবার(২৫ জুন) এসব অবিযান চালানো হয়।
জানা গেছে, মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮ টায় উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১২ কেজি গাঁজাসহ জেসমিন আক্তার (৪০), শারমিন আক্তার (২৫) ও সাজেদা বেগম (৬৫) কে আটক করে।
অপর এক অভিযানে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় র্যাব-৯, সিপিবি -৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর এসআই মো: তৌহিদ রহমান এর নেতৃত্বে র্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মো: আজিদ মিয়া (৩২) নামে এক ব্যাক্তিকে আটক করে। সে মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের দুধ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।