ইসলামপুর পৌর মেয়র পদশূন্য ঘোষণা, উপ-নির্বাচনের নির্দেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়রের পদশূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সাথে পৌরসভায় মেয়র পদ উপ-নির্বাচন অনুষ্ঠানেরও নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
রোববার (২৩ জুন) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে । প্রঞ্জাপনে স্বাক্ষর করেন উপসচিব মোঃ আব্দুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ মেয়র দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে পৌরসভার ১১ জন কাউন্সিলর বিভিন্ন অভিযোগে আনীত অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে। ফলে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন অনুযায়ী ২৩ জুন থেকে শূন্য ঘোষণা করা হয়।
এ অবস্থায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩ (২) ধারা এর বিধান মতে জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মেয়র-এর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
মেয়রের পদশূন্য ঘোষণার পর পরই উপ-নির্বাচনে মেয়র পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন উঠেছে।