সংবাদ শিরোনাম ::
পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
আবু বকর সিদ্দিক বক্কর, আদমদিঘী (বগুড়া)
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার তিলছ গ্রামের ছয়আনি পাড়া মহল্লার পুকুরে গোসল করতে নেমে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছে। নিহতের নাম-রোস্তম আলী (৭০)।
জানা গেছে,রবিবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার সময় তার বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। সোমবার (২৪ জুন) সকালে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, রোস্তম আলী বাড়ির পাশে একটি পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, রোববার (২৩ জুন) পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।