প্রতিষ্ঠার ৭৫ বছরে ইসলামপুরে আ’ লীগের নানা আয়োজন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রবিবার (২৩ জুন) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে থানামোড় বটতলা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস আলোচনা সভায় সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম,শাহাদত হোসেন স্বাধীন, আঃ রাজ্জাক লাল মিয়া,মজিবর রহমান শাহজাহান,সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, খলিলুর রহমান, সরদার জাকিউল হক,উপ প্রচার সম্পাদক জিয়াউল হক,যুবলীগ সভাপতি হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোহন মিয়া,ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । পরে নের্তৃবৃন্দ কেক কাটেন।