কেজরিওয়ালের জামিন, হাইকোর্টে যাবে ইডি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
আবগারি দুর্নীতি মামলায় গত মার্চে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। ভোটের আগে সাময়িক জামিন পেলেও পরে ফের জেলে ফিরতে হয় তাঁকে। অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে চলতি বছরের মার্চে তিনি গ্রেপ্তার হন। এরপর তাকে তিহাড় জেলে পাঠানো হয়। ভোটের আগে সাময়িক জামিন পেলেও ফের জেলে ফিরতে হয় তাকে। শুক্রবার (২১ জুন) তার জেল থেকে বেরনোর কথা।
উল্লেখ্য, চলতি বছরের ২১ মার্চ আবগারি মামলায় কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিলো ইডি। এর সপ্তাহ দু’য়েক পর তাকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপর সুপ্রিম নির্দেশে ২১ দিনের জামিন পান দিল্লির এই মুখ্যমন্ত্রী।
পরে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই রাজি হয়নি। ২ জুন আত্মসমর্পণ করেন আপ সুপ্রিমো। অবশেষে বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় জামিন পান কেজরিওয়াল। তার জামিনের খবরে খুশির হাওয়া আপের কর্মী-সমর্থকদের মধ্যে।
আর্থিক দুর্নীতির অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন নিয়ে রায়দান স্থগিত রাখে দিল্লির আদালত। গত দু’দিন ধরে এই মামলার শুনানি হয় রাউস অ্যাভেনিউ কোর্টে।
রাউস অ্যাভেনিউ কোর্টে বুধবার (১৯ জুন) ধাক্কা খেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতে ইডি দাবি করে, আবগারি দুর্নীতিতে কেজরির বিরুদ্ধে ১০০ কোটির দুর্নীতির প্রমাণ রয়েছে। তার ভিত্তিতে আদালত জানায়, বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়লো আপ সুপ্রিমোর। আগামী ৩ জুলাই পর্যন্ত গারদের ওপারেই থাকতে হবে তাকে। কিন্তু এর কয়েক ঘণ্টা পর জামিন পেলেন কেজরি। শুক্রবার (২০ জুন) তার ছাড়া পাওযার কথা। ওইদিনই নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যাচ্ছে ইডি।