ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দাবদাহ চোখ রাঙাচ্ছে ভারতে,হিটস্ট্রোকে মৃত্যু বাড়ছে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাবদাহ চোখ রাঙাচ্ছে উত্তর ভারতে। শুধুমাত্র দিল্লির তিন হাসপাতালেই প্রবল গরমে প্রাণ হারিয়েছে ২০ জন। চিকিৎসাধীন রয়েছেন আরো অনেক। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুতে বিশেষ নির্দেশিকা জারি করলো কেন্দ্র। হিটস্ট্রোকে আক্রান্তদের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে হবে। এমন নির্দেশ দেয়া হয়েছে সরকারি হাসপাতালগুলোকে।

জানা গেছে, বুধবার (১৯ জুন) হাসপাতালগুলোর জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দিল্লির সব সরকারি হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। হাসপাতাল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যেন দ্রুত হিটওয়েভ ইউনিট চালু করা হয়।

উল্লেখ্য, দিল্লির তিনটি হাসপাতালে গরমে মৃত্যুর সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গত দু’দিনে মারা গেছে ১২ জন। গত ২৪ ঘণ্টায় নয়ডায় মারা গেছে ১০ জন।

গরমে অসুস্থ আরো অনেকে। এই পরিস্থিতিতে দিল্লির বিপর্যয় দুর্যোগ কর্মকর্তাদের তরফে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, শুধু দিনে নয়, রাতেও দিল্লির তাপমাত্রা থাকছে খুব বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ভেঙেছে গত ১২ বছরের রেকর্ড। ২০১২ সালের জুনে গড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ছিলো এযাবৎকালের রেকর্ড।

বুধবার (১৯ জুন) দিল্লির সর্বনিম্ন তাপমাত্রাই ছিলো ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে এই পরিস্থিতিতে আশ্বাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।

দেশটির হাওয়া অফিস জানিয়েছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হতে পারে। এর ফলে স্বস্তি মিলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাবদাহ চোখ রাঙাচ্ছে ভারতে,হিটস্ট্রোকে মৃত্যু বাড়ছে

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

দাবদাহ চোখ রাঙাচ্ছে উত্তর ভারতে। শুধুমাত্র দিল্লির তিন হাসপাতালেই প্রবল গরমে প্রাণ হারিয়েছে ২০ জন। চিকিৎসাধীন রয়েছেন আরো অনেক। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুতে বিশেষ নির্দেশিকা জারি করলো কেন্দ্র। হিটস্ট্রোকে আক্রান্তদের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে হবে। এমন নির্দেশ দেয়া হয়েছে সরকারি হাসপাতালগুলোকে।

জানা গেছে, বুধবার (১৯ জুন) হাসপাতালগুলোর জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দিল্লির সব সরকারি হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। হাসপাতাল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যেন দ্রুত হিটওয়েভ ইউনিট চালু করা হয়।

উল্লেখ্য, দিল্লির তিনটি হাসপাতালে গরমে মৃত্যুর সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গত দু’দিনে মারা গেছে ১২ জন। গত ২৪ ঘণ্টায় নয়ডায় মারা গেছে ১০ জন।

গরমে অসুস্থ আরো অনেকে। এই পরিস্থিতিতে দিল্লির বিপর্যয় দুর্যোগ কর্মকর্তাদের তরফে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, শুধু দিনে নয়, রাতেও দিল্লির তাপমাত্রা থাকছে খুব বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ভেঙেছে গত ১২ বছরের রেকর্ড। ২০১২ সালের জুনে গড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ছিলো এযাবৎকালের রেকর্ড।

বুধবার (১৯ জুন) দিল্লির সর্বনিম্ন তাপমাত্রাই ছিলো ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে এই পরিস্থিতিতে আশ্বাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।

দেশটির হাওয়া অফিস জানিয়েছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হতে পারে। এর ফলে স্বস্তি মিলতে পারে।