রাতের আঁধারে ফসলি জমির মাটি বিক্রি
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলার খলিশপুট্টি হাজী বাড়ির পাশে রাতের আঁধারে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। নিয়মনীতির তোয়াক্কা না করে মাটি কাটছে চক্রটি। মাটি ভর্তি অবৈধ ট্রলি গাড়ি চলাচল করার ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত গ্রামীণ সড়ক ও জনপদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্বরেজমিন দেখা যায়, সালথা উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। চক্রের মূল হোতা এলাকার চিহ্নিত মাটি ব্যবসায়ী ওবায়দুর রহমান ওবায়দুর । প্রভাবশালী হওয়ায় কেউ এই কাজের বিরোধিতা করছে না। তাছাড়া কেউ থানা পুলিশ বা প্রশাসন এর কাছে কেউ অভিযোগ দিতে সাহস পাচ্ছে না। এর আগে বিভিন্ন সময়ে মাটি কাটার দায়ে ওবায়দুর রহমানের অর্থদণ্ড হয়েছে। তারপরও থেমে নেই ওবায়দুর রহমান।
এ বিষয়ে ফোন করলে তিনি বলেন, কোথাও থেকে আমি কোন অনুমতি নেই নাই। আর আমি এভাবেই কাজ করি। আগামীকাল সকালে আপনার সাথে দেখা হবে।
স্থানীয়রা জানান, ওবায়দুর চালাক ও ধুরন্ধর প্রকৃতির লোক। সে কাউকে তোয়াক্কা করে না। মাটি কাটা ভালো কাজ হলে রাতে করবে কেন, দিনে করলেই হয়। রাতে মাটি কাটার ফলে আমরা ঘুমাতে পারি না। বাচ্চারা রাতে হটাৎ হটাৎ ভয়ে চিৎকার করে উঠে। ট্রলি চলার কারনে রাস্তা ঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পুলিশ ও প্রশাসনের লোকের কাছে দ্রুত এই মাটি কাটা বন্ধের অনুরোধ জানাই।
সালথা থানা চার্জ অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। কেউ অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।