চাঁপাইনবাবগঞ্জে ২০০ পরিবারকে ঈদ উপহার বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ২০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও লেডিস ক্লাব।
রোববার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও লেডিস ক্লাব যৌথ আয়োজনে অফিসার্স ক্লাবের মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান ও লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও,অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুনসহ প্রমুখ।
ঈদের খাদ্যসামগ্রী নিতে আসা ব্যক্তিরা ঈদের খাদ্য পেয়ে অনেক আনন্দীত ও খুশি। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের খাদ্যসামগ্রী দুঃস্থ ও অসহায়দের মাঝে দিতেই এ আয়োজন বলছেন আয়োজকরা।