মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে স্কুলছাত্র নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরে নাম-রিয়ান হাসান মাফুন (১৪)। এ সময় মোটর সাইকেলে থাকা অপরআরোহী খায়রুজ্জামান (১৫) গুরুতর আহত হয়েছে।
নিহত রিয়ান হাসান মাফুন নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত খায়রুজ্জামান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১২ জুন) রাত সাড়ে ৮ টার দিকে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় যশোর থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল চালাচ্ছিল রিয়ান হাসান মাফুন। পথিমধ্যে চাঁচড়া বাজার পার হয়ে তুলরামপুর হাইওয়ে থানা এলাকায় পৌঁছলে নড়াইল থেকে যশোর গামী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিয়ান হাসান মাফুনের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী খায়রুজ্জামানের বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, ঘটনাস্থল থেকে দু’জন কে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, একজনকে মৃতু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে ও একজন আহত রয়েছে । তবে এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।