সংবাদ শিরোনাম ::
অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম-কাউসার আলী (৩)।
বুধবার (১২ জুন) বেলা সাড় ১২টার দিকে উপজেলার নন্দলালপুরে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশু কাউসার আলী নন্দলালপুরের ইসমাইল হোসেনের ছেলে।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, বুধবার (১২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে কাউসার আলী বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি অটো ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নাজমুল হক।