সংবাদ শিরোনাম ::
গোয়ালঘরে আগুন, পুড়ে ছাই গবাদি পশু
মো. বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামে আগুনে পুড়ে কৃষকের গোয়ালঘর, রান্নাঘর ও গবাদি পশুসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারনা করা হয়েছে রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার দুর্লভপুর গ্রামে কৃষক মাসুদ রানার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্না ঘরের চুলার জ্বলন্ত ছাই থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় একটি বসতঘর, দু’টি গোয়ালঘর, একটি খড়িঘর, একটি রান্নাঘর এবং একটি ষাড় গরু পুড়ে মারা যায়।
রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।