যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধ আহত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাইপাস পূর্ব ঢাকা রোড নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তার নাম-লুৎফর রহমান (৬৫)।
তিনি আদমদীঘি উপজেলার কমল দোগাছি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ জুন) বেলা সাড়ে ৫টার সময় আদমদিঘী উপজেলার কমল দোগাছি গ্রামের লুৎফর রহমান সান্তাহার পাইপাস পূর্ব ঢাকা রোড নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় সান্তাহার থেকে ঢাকা গামী শাহ ফতেহ আলী যাত্রীবাহী বাস ধাক্কা দিলে পথচারি মহাসড়কে ছিটকে পরে যায়। এতে তার মুখমন্ডলে জখমসহ, বাম হাত-পা ভেঙে গুরুতর আহত হন। গাড়িটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।
গুরুতর আহত লুৎফর রহমানকে উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখোনে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।