‘মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা’
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
টানা তিনবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। তার শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার পর মোদির সাথে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (১০ জুন) সকালে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, রোববার (৯ জুন) সন্ধ্যায় মোদি সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের বন্ধনকে আরো দৃঢ় করতে নরেন্দ্র মোদির নতুন সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো গভীর হবে বলে দুই নেতা আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ এই সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন।