সংবাদ শিরোনাম ::
টিলায় ধস,৬ ঘন্টা পর শিশুসহ তিনজনের উদ্ধার
সিলেট ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
সিলেটে টিলায় ধসে নিখোঁজ শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। তারা হলো- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)। মৃতরা একই পরিবারের সদস্য।
এর আগে, সোমবার (১০ জুন) ভোর ৬টায় ভোরে নগরীর ৩৫নং ওয়ার্ডের ২ নম্বর রোডের চামেলীবাগ এলাকায় টিলা ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে নিখোঁজ হন শিশুসহ তিনজন।
স্থানীয়রা জানায়, সোমবার (১০ জুন) ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এ সময় চামেলিবাগে টিলা ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে শিশুসহ তিনজন। এ সময় আহত চারজনকে উদ্ধার করে পাঠানো হয় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উদ্ধার কাজে তাদের সহায়তা করার জন্য যোগ দেয় সেনাবাহিনীর একটি টিম।