‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন ঘোষণা অর্থমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তা’র (এআই) মতো অত্যাধুনিক প্রযুক্তির একীকরণের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়ন হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আরও পড়ুন :দাম বাড়তে পারে যেসব পণ্যের
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের ৭.৯৭ লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করে তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশের আওতায় দেশের মাথাপিছু আয় ন্যূনতম পৌঁছাবে সাড়ে ১২ হাজার ইউএস ডলারে। আর জনসংখ্যার তিন শতাংশেরও কম দারিদ্র্যসীমা, এবং চরম দারিদ্র্য নির্মূল বসবাস করে।
আরও পড়ুন : ফোনে কথা বলতে গুনতে হবে বাড়তি টাকা
বাজেট বক্তৃতায় চারটি মূল স্তম্ভের ওপর জোর দিয়েছেন- স্মার্ট সিটিজেনস, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার এবং স্মার্ট সোসাইটি।
অর্থমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি হবে ৪-৫ শতাংশের মধ্যে রয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শতাংশ বাজেট ঘাটতি থাকবে পাঁচের নিচে।