সংবাদ শিরোনাম ::
দুই কোটির বেশি শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
সারাদেশে আজ শনিবার (১ জুন) দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সি প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় এক কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
শনিবার (১ জুন) এই কার্যক্রমে সারা দেশে সরকারি-বেসরকারি ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ও দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত। সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাজধানীর মহাখালীতে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করবেন।
টিকাদান কার্যক্রম সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। তবে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবেক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার প্রায় ১ হাজার ২২৪ কেন্দ্রে আজ (১ জুন) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে না।