যুদ্ধের অর্থ শিক্ষায় ব্যয় করার আহবান প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০২:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যেসব দেশে কাজ করছে, সেসব দেশে তাদের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপ্রধানরা। যা শুনে গর্বে আমার বুক ভরে যায়। বাংলাদেশের ৩ হাজার ৩৮ জন নারী শান্তিরক্ষী অত্যন্ত সফলতার সাথে জাতিসংঘের শান্তি মিশন সম্পন্ন করেন।
বুধবার (২৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪’ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষী বাহিনীতে আরও বেশি নারী শান্তিরক্ষী প্রেরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে আমাদের আহবান জানানো হয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যাতে বিশ্বের সব থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে, সেই হিসেবেই তাদের প্রশিক্ষিত করা হচ্ছে।
সরকার প্রধান বলেন, সংঘাত বিশ্ব শান্তি নষ্ট করছে। অস্ত্রের প্রতিযোগিতা যতো বৃদ্ধি পাচ্ছে, মানুষের জীবন ততোই বিপন্ন হচ্ছে। শান্তির কথা বললেও বারবার আমরা সংঘাতে লিপ্ত হই। যুদ্ধের অর্থ জলবায়ু, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় করার আহবান জানান তিনি।