সংবাদ শিরোনাম ::
সার্ভার জটিলতায় বন্ধ মেট্রোরেল চলাচল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
মেট্রোরেল চলাচল সার্ভার জটিলতায় সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে অফিস ফেরত যাত্রীদের পৌঁছেছে চরমে। শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় এই সমস্যা শুরু হয়। তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।
জানা গেছে, মেট্রোরেলের কেন্দ্রীয় অপারেশন কন্ট্রোল রুমের সার্ভার হাঠাৎ করেই ডার্ক হয়ে যাওয়ায় সব স্টেশনের ট্রেনই চলাচল বন্ধ হয়ে যায়।
ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল ইসলাম জানান, এই কন্ট্রোল রুম থেকেই মূলত মনিটরিং করা হয় কোন ট্রেন কোথায় আছে। চলাচলের নির্দেশনা দেয়া হয়।
যাত্রীরা জানান, শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার পর থেকে স্টেশন প্লাটফর্মে কোন ট্রেন না অঅসায় প্রতিটি স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। স্টেশন কর্তৃপক্ষ ও পুলিশ বাধ্য হয়ে প্লাটফর্ম থেকে যাত্রীদের নামিয়ে দেয়।