ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি। নির্বাচনে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। মঙ্গলবার (২১ মে) বিকেলে ভোট গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ১৫৬ উপজেলায় ভোট শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। এই ধাপে ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে ভোট শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্টিং হয় ১৬.৯ শতাংশ। অর্থাৎ প্রায় ১৭ শতাংশ। এদিন দুপুর ১টায় নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এই তথ্য জানিয়েছিলেন।

তিনি বলেন, নির্বাচন চলাকালীন নির্বাচনী কেন্দ্রগুলোয় বড় ধরনের কোন নাশকতার খবর পাইনি। তবে ভোটকেন্দ্রের বাইরে ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৮২৪ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬০৩ জন। আর ভাইস চেয়ারম্যান ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫৯৮ জন। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি’

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি। নির্বাচনে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। মঙ্গলবার (২১ মে) বিকেলে ভোট গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ১৫৬ উপজেলায় ভোট শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। এই ধাপে ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে ভোট শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্টিং হয় ১৬.৯ শতাংশ। অর্থাৎ প্রায় ১৭ শতাংশ। এদিন দুপুর ১টায় নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এই তথ্য জানিয়েছিলেন।

তিনি বলেন, নির্বাচন চলাকালীন নির্বাচনী কেন্দ্রগুলোয় বড় ধরনের কোন নাশকতার খবর পাইনি। তবে ভোটকেন্দ্রের বাইরে ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৮২৪ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬০৩ জন। আর ভাইস চেয়ারম্যান ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫৯৮ জন। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২ জন।