যুব মহিলা লীগ নেত্রী ফাতেমাকে বহিষ্কার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
যশোর সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আনোয়ারকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ মে) তাকে বহিষ্কার করা হয়।
এর আগে শুক্রবার (১৭ মে) যশোর জেলা আওয়ামী লীগ ফাতেম আনোয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। ‘প্রধানমন্ত্রীর জামাতাও বিএনপি করেন’-ফাতেম আনোয়ারের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহণ করা হলো।
শনিবার (১৮ মে) বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় যশোর সদর উপজেলা শাখার আহবায়ক ফাতেমা আনোয়ারকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় কমিটি ফাতেমা আনোয়ারকে বহিষ্কার করেছে।
এ বিষয়ে ফাতেমা আনোয়ার বলেন, আমার বিরুদ্ধে দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আমার সাথে অবিচার করা হয়েছে।