ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘ইসরায়েলের সাথে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি। তাই তারা ইসরায়েলের সাথে মিলে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদের এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে পুরো পৃথিবী সোচ্চার-তখন বিএনপি ও জামায়াত, যারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, এই মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেনি। তারা আন্তর্জাতিক চক্র ও ইসরাইলের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা।

তিনি বলেন, ইসলামী দলগুলো কারণে-অকারণে যে সরকার নামাতে সকাল-বিকেল বায়তুল মোকাররম আর প্রেসক্লাবের সামনে আন্দোলন করেছে, সেসব দলগুলোকে ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে দেখা যায় না। তারা হলো মুখোশধারী ধর্মীয় ব্যবসায়ী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককেই সরকারের বিরুদ্ধে বড় বড় ভাষণ দেয়, সরকারের বিষোদগার করে। নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের কথা বলতে তো শুনলাম না। তারা কোথায় লুকিয়ে আছে? তারা আসলে ইসলাম প্রেমী নয়, তারা হলো মুখোশধারী ধর্ম ব্যবসায়ী।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল।এ সময় আরও বক্তব্য রাখেন-ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘ইসরায়েলের সাথে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি’

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি। তাই তারা ইসরায়েলের সাথে মিলে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদের এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে পুরো পৃথিবী সোচ্চার-তখন বিএনপি ও জামায়াত, যারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, এই মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেনি। তারা আন্তর্জাতিক চক্র ও ইসরাইলের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা।

তিনি বলেন, ইসলামী দলগুলো কারণে-অকারণে যে সরকার নামাতে সকাল-বিকেল বায়তুল মোকাররম আর প্রেসক্লাবের সামনে আন্দোলন করেছে, সেসব দলগুলোকে ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে দেখা যায় না। তারা হলো মুখোশধারী ধর্মীয় ব্যবসায়ী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককেই সরকারের বিরুদ্ধে বড় বড় ভাষণ দেয়, সরকারের বিষোদগার করে। নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের কথা বলতে তো শুনলাম না। তারা কোথায় লুকিয়ে আছে? তারা আসলে ইসলাম প্রেমী নয়, তারা হলো মুখোশধারী ধর্ম ব্যবসায়ী।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল।এ সময় আরও বক্তব্য রাখেন-ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার প্রমুখ।