ইতি টানছেন জেমস অ্যান্ডারসন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। চল্লিশ ছাড়িয়েছেন অনেক আগেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে শীর্ষ উইকেট সংগ্রকারী তিনি। ৭০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন। সেখানে গ্রেট দুই স্পিনারের সঙ্গে একমাত্র পেসার তিনি। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন জেমস অ্যান্ডারসন। সবুজ গালিচায় দাপিয়ে বেড়ানোর ইতি টানতে যাচ্ছেন তিনি।
২২ বছরের ক্রিকেট ক্যারিয়ার শেষ করবেন চলতি বছরের ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম শেষে। শুক্রবার (১০ মে) দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
আগামী অ্যাশেজের জন্য শক্তিশালী পেস অ্যাটাক প্রস্তুত শুরু করতে তাকে ছাড়াই পেস বিভাগ তৈরির কথা ভাবছেন থ্রি লায়ন্সের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। কারণ ওই সময় জেমস অ্যান্ডারসনের বয়স হবে ৪৩ বছর। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসের টেস্টটিই হবে জিমির বিদায়ী টেস্ট।
প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৩ সালে লর্ডস টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জেমস অ্যান্ডারসনের। ক্রিকেটের সব ফরম্যাটে মাঝের দুই দশক দাপিয়ে বেড়িয়েছেন এই তারকা ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে দেড়শ বছরের ইতিহাসে পেস বোলার হিসেবে একমাত্র ৭ শতাধিক উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন।